জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের দেশের লিডারশিপ হচ্ছে ভণ্ডামিপূর্ণ।
উনারা আমাদের যা আমল করতে বলেন, সেই আমলের ধারে কাছে দিয়েও তারা যান না। যারা সার্ভিস প্রোডিউস করেন তারা কখনো সার্ভিসের কনজ্যুমার না।
শুক্রবার বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে দেবিদ্বার পাবলিকিয়ান অ্যাসোসিয়েশন আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নেতৃত্বের প্রতি কঠোর সমালোচনা করে বলেছেন, বর্তমান নেতৃত্বে স্বচ্ছতার অভাব রয়েছে। তারা যা প্রচার করেন, নিজেরা তা অনুসরণ করেন না। যারা জনগণের জন্য সেবা তৈরি করেন, তারা নিজেরা সেই সেবার অংশীদার হন না।
হাসনাত আবদুল্লাহ বলেন, সমাজে কিছু অসাধু ব্যক্তির আধিপত্য রয়েছে, যারা সুদ, ঘুষ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। অনেকে সালিশ-দরবারের মাধ্যমে প্রভাব বিস্তার করেন, কেউ কেউ থানার আশপাশে ঘোরাঘুরি করে নিজেদের স্বার্থ হাসিল করেন।
এমনকি এমন কিছু ব্যক্তি নেতৃত্বে আসতে চান, যারা কখনো শিক্ষাপ্রতিষ্ঠানের ধারে কাছেও যাননি, অথচ স্কুল কমিটির সভাপতির মতো দায়িত্ব পেতে আগ্রহী।
দেবিদ্বারের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, এখানে নেতৃত্বে আসছেন এমন ব্যক্তিরা, যারা দেবিদ্বারের সাধারণ জীবনযাত্রার সঙ্গে পরিচিত নন। তারা দেবিদ্বারের অলিগলি চেনেন না, স্থানীয় বাজারের অভিজ্ঞতা নেই, এখানকার শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেননি। ফলে দেবিদ্বারের প্রকৃত সমস্যাগুলো সম্পর্কে তাদের সচেতনতা নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পাবলিকিয়ান অ্যাসোসিয়েশনের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম আরাফাত, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।
এসআর
মন্তব্য করুন: