জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘‘এই দেশ সব ধর্মের মানুষের, নির্দিষ্ট কোনো গোষ্ঠীর নয়।
শুক্রবার (২৮ মার্চ) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বলরামপুর ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেটের আওতাধীন রানীগঞ্জ পটেশ্বরী কালীমন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
সারজিস আলম বলেন, ‘‘যদি আওয়ামী লীগ ধরে নেয় যে ‘আমি কিছু দিই বা না দিই, এই ভোট আমার’, তাহলে তারা সনাতন সম্প্রদায়ের জন্য কার্যকর কিছু করবে না।
বাস্তবে তাই ঘটেছে। কিছু হাতে গোনা মানুষ সুযোগ-সুবিধা পেলেও, প্রত্যন্ত অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের জন্য তেমন কিছু করা হয়নি।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা শুনেছি, ৫ আগস্টের পর বিভিন্ন এলাকায় হামলা হয়েছে, কেউ কেউ এলাকা ছেড়েছেন। এসব আমাদের ব্যথিত করে।
যারা এসব ঘটিয়েছে, তারা আসলে দখলদার ও সুবিধাবাদী, কোনো নির্দিষ্ট দলের নয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রকৃত অভিভাবক খুঁজে নিতে হবে।’’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণেশ্বর দেবোত্তর এস্টেটের ইনচার্জ রবীন চন্দ্র বর্মন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পঞ্চগড় জেলা শাখার সভাপতি কল্যাণ কুমার ঘোষ, আটোয়ারী উপজেলা শাখার সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায়সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এসআর
মন্তব্য করুন: