[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

৬৬৮১ রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৫ ১২:৪৮ এএম

ফাইল ছবি

রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে দায়ের করা ৬ হাজার ৬৮১টি হয়রানিমূলক মামলার প্রত্যাহারের সুপারিশ করেছে মন্ত্রণালয় পর্যায়ের কমিটি।

বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

‘রাজনৈতিক, হয়রানিমূলক মামলা প্রত্যাহারসংক্রান্ত হালনাগাদ তথ্য’ শীর্ষক এক নথিতে উল্লেখ করা হয় যে, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কমিটির নেতৃত্বে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এখন পর্যন্ত ৯টি সভায় এই সুপারিশ করেছে।

রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রতিহিংসার কারণে দায়ের করা মামলা পর্যালোচনা ও প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুটি কমিটি গঠন করেছে।

মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সভাপতি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব (আইন ও শৃঙ্খলা), যুগ্ম সচিব (আইন) এবং আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পর্যায়ের একজন প্রতিনিধি।

কমিটির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন-১ শাখার একজন উপসচিব বা সমমানের কর্মকর্তা।

এ ছাড়া জেলা পর্যায়ে মামলা পর্যালোচনার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি কাজ করছে।

এর অন্যান্য সদস্যরা হলেন জেলা পুলিশ সুপার (মহানগর এলাকার ক্ষেত্রে পুলিশের একজন ডেপুটি কমিশনার) ও পাবলিক প্রসিকিউটর। কমিটির সদস্য-সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।

কমিটি সংশ্লিষ্ট মামলাগুলো পর্যালোচনা করে নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে সুপারিশ প্রদান করছে বলে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর