[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫ ৮:০৮ পিএম

ফাইল  ছবি

দেশে আবারও অস্থিতিশীলতা সৃষ্টি ও নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, এসব অপতৎপরতা রুখতে এবং গণতন্ত্র ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, "ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের পতনের পরও দুস্কৃতকারীরা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। নাছির উদ্দিনের নির্মম হত্যাকাণ্ড তারই প্রমাণ।"

বিএনপি মহাসচিব বলেন, "বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিতভাবে ভয়াবহ ঘটনা ঘটানো হচ্ছে। এ ধরনের নৃশংস কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে হবে।"

তিনি আরও বলেন, "গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশকে সুরক্ষিত রাখতে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। না হলে ষড়যন্ত্রকারী চক্র দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে মরিয়া হয়ে উঠবে।"

মির্জা ফখরুল চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয়তাবাদী কৃষক দলের নেতা মো. নাছির উদ্দিনের নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, "সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত এই জঘন্য হামলা অত্যন্ত নিন্দনীয়। আমি নাছির উদ্দিনের পরিবারের প্রতি গভীর শোক ও সহমর্মিতা জানাই এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।"

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর