[email protected] শনিবার, ৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

হাসনাত-সারজিস বহিষ্কারের চিঠি ভুয়া: এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫ ৮:০২ পিএম

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে—এমন একটি চিঠি সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 তবে অনুসন্ধানে জানা গেছে, এ চিঠির তথ্য ভুয়া এবং দলটির পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি

১১ মার্চ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক দুটি স্ট্যাটাস দেন তারা।

কিছুদিন পরেই একটি চিঠি ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়—

"জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে তাদের প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।"

ওই চিঠিতে তাদের বিরুদ্ধে "আওয়ামী লীগ সংশ্লিষ্টতা, সেনাবাহিনীর সঙ্গে বৈরী সম্পর্ক তৈরি, সিনিয়রদের প্রতি অশ্রদ্ধা, ছাত্রলীগের মতো আচরণ বজায় রাখা ও একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা"—এমন একাধিক অভিযোগ আনা হয়। এনসিপির সদস্যদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়।

বিষয়টি যাচাই করতে রিউমর স্ক্যানার টিম অনুসন্ধান চালায় এবং কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসে—

  1. জাতীয় নাগরিক পার্টির অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এ ধরনের কোনো প্রেস বিজ্ঞপ্তির অস্তিত্ব পাওয়া যায়নি।
  2. চিঠির লেখায় একাধিক ভিন্ন ফন্ট ব্যবহার করা হয়েছে, যা এনসিপির প্রচলিত প্রেস বিজ্ঞপ্তির ফন্টের সঙ্গে মিলছে না।
  3. দলীয় কোনো কর্মকর্তা বা মুখপাত্রের কাছ থেকেও এই বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা যায়নি।

জাতীয় নাগরিক পার্টির নাম ব্যবহার করে ছড়ানো এই চিঠিটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর। হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম এখনো এনসিপির সদস্য এবং তাদের বহিষ্কারের বিষয়ে দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে না দিতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর