[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

যারা ১০০ গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায়, তারা কী করবে আমরা ভালো বুঝি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫ ১০:০১ পিএম

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "যারা ১০০ গাড়ি নিয়ে নির্বাচনী ক্যাম্পেইনে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালোভাবেই বুঝি।"

মঙ্গলবার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুলের এই মন্তব্যের পেছনে প্রেক্ষাপট ছিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সাম্প্রতিক প্রচারণা কার্যক্রম।

সোমবার তিনি ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান এবং সেখান থেকে সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জে পৌঁছান। এরপর শতাধিক গাড়ির বিশাল বহর নিয়ে তিনি বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন।

এ বিষয়টি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, "আমরা জানি, এ ধরনের শোডাউন কেন করা হয় এবং এর উদ্দেশ্য কী।"

মির্জা ফখরুল জোর দিয়ে বলেন, "বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপি অবশ্যই জয়ী হবে।"

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, "জনগণের আস্থা অর্জন করতে হবে। জনগণ যাতে বিএনপিকে ভালো বলে এবং তাদের পক্ষ নেয়, সে জন্য আমাদের কাজ করতে হবে।"

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, "দেশে এমন সংকট তৈরি হয়েছে যে, আজ দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত বিতর্কিত করার অপচেষ্টা চলছে।"

তিনি বলেন, "যারা আমাদের দেশকে রক্ষা করে, যারা সংকটের সময় পাশে দাঁড়ায়, তাদের আমরা কখনোই বিতর্কিত হতে দিতে পারি না। এটি পরিকল্পিত একটি ষড়যন্ত্র।"

আলোচনাসভায় আরও বক্তব্য দেন—

  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী
  • বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান
  • বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু

তারা সবাই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার এবং আসন্ন নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, "বর্তমান সময়ে আমাদের আরও সচেতন হতে হবে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে এবং দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।"

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর