[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

সেনাবাহিনীকে প্রতিপক্ষ করার কোনো সুযোগ নেই: সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫ ৫:০৪ এএম

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দেখার কোনো সুযোগ নেই।

শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “সেনাবাহিনীর প্রধানকে সরানোর প্রশ্ন কখনোই ওঠেনি। বরং এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত। আমাদের প্রত্যাশা, নির্বাচনের আগে এ ধরনের বিভ্রান্তি যেন সৃষ্টি না হয়।”

তিনি আরও বলেন, “সেনাবাহিনী একটি পেশাদার প্রতিষ্ঠান, যা সবসময় দেশের জনগণের পাশে থেকেছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”

এক প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা ও শ্রদ্ধাবোধ রয়েছে, যা হারাতে চাই না। জাতীয় নাগরিক পার্টির দৃষ্টিভঙ্গি থেকে বললে, সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।”

তিনি আরও বলেন, “যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে, আমরা মনে করি এটি বাস্তবতার সঙ্গে সম্পূর্ণ মিল নেই। রাজনৈতিক দল কিংবা জনগণের সঙ্গে সেনাবাহিনীর কোনো বিরোধ বা প্রতিপক্ষ হওয়ার সুযোগ নেই।”

সারজিস আলম স্পষ্ট করেন, “যেকোনো প্রতিষ্ঠানের বিষয়ে যৌক্তিক আলোচনা ও সমালোচনা হতে পারে। তবে সেনাবাহিনী দেশের মানুষের আস্থার প্রতীক, এবং আমরা কখনোই তাদের মুখোমুখি অবস্থানে যাব না।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর