[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগের পুনর্বাসন পরিকল্পনা কঠোরভাবে দমন করা হবে – নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মার্চ ২০২৫ ৮:১৬ পিএম
আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১২:২৫ এএম

ফাইল ছবি

আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো পরিকল্পনা গ্রহণ করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২২ মার্চ) বিকেলে রাজধানীর বকশীবাজারে কারা কনভেনশন সেন্টারে লালবাগ থানা এনসিপির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, "গণঅভ্যুত্থানের ফসল হিসেবে নতুন রাজনৈতিক শক্তির উত্থান হয়েছে। আওয়ামী লীগ এক-এগারোর (১/১১) পর ক্রমশ ফ্যাসিবাদী রূপ ধারণ করেছে। তবে বাংলাদেশে নতুন করে আর কখনো এক-এগারো হতে দেওয়া হবে না। এই মাটিতে জুলাই হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে হবে।"

তিনি আরও বলেন, আওয়ামী লীগ তাদের শাসনামলে প্রশাসনকে দলীয়করণ করেছে এবং পরে সেই প্রশাসনকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। সামরিক কোনো হস্তক্ষেপ জনগণ মেনে নেবে না। জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।"

নাহিদ ইসলাম রাষ্ট্রের বিভিন্ন স্তরে এখনো থাকা ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "সরকারকে অবশ্যই এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে, যেন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে না পারে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর