বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার সুনির্দিষ্ট তারিখ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান।
তিনি জানান, "যখন উপযুক্ত সময় অনুধাবন করা হবে, তখনই তারেক রহমান দেশে ফিরে আসবেন।"
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা এবং কোনো রাজনৈতিক দলের পক্ষে পক্ষপাতিত্ব করা এড়ানো।
তিনি আরও যুক্ত করেন, সংস্কারের মূল উদ্দেশ্য জনগণের জীবনমান উন্নয়ন, সম্পদের নিরাপত্তা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করা, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় অপরিহার্য।
মির্জা ফখরুলের মতে, সংস্কার ও নির্বাচন—দুই প্রক্রিয়া একসাথে পরিচালিত হতে পারে। তিনি বলেন, "সংস্কার আগে-নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে-সংস্কার পরে এ ধরনের অপ্রয়োজনীয় বিতর্কের কোনো স্থান নেই।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরি করে নির্বাচিত সরকার পরবর্তীতে তা বাস্তবায়ন করতে পারে।
অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে দ্রুত একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করা এবং নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করা।
সংস্কার কমিশন সম্পর্কেও মির্জা ফখরুল উল্লেখ করেন, যে প্রক্রিয়ায় প্রস্তাবগুলোর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেখানে গণপরিষদ ও সংসদের ভূমিকা অপরিহার্য।
তিনি বলেন, প্রস্তাবগুলো বাস্তবায়নের ক্ষেত্রে প্রথমে সিদ্ধান্ত নেওয়া উচিত যে, গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কি না, এবং তারপর ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে বাস্তবায়নের ব্যাপারে মতামত প্রদান করা উচিত।
এসআর
মন্তব্য করুন: