[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে -এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ৯:১৭ পিএম

সংগৃহীত ছবি

আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও বিচারের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাহিদ ইসলাম বলেন, গত কয়েক মাসে দেশে সংঘটিত সহিংস ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা জরুরি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদনে এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার।

তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি দেখতে চায়। সাম্প্রতিক সময়ে সরকারের নীতিনির্ধারকরা বিভিন্ন রাজনৈতিক দলের বিষয়ে নানা মন্তব্য করেছেন, যা বিচারিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে বলে এনসিপি মনে করে।

সংবাদ সম্মেলনে উপস্থিত এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দেশের ছাত্র ও জনসাধারণ বিভিন্ন ইস্যুতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা সুষ্ঠু বিচার ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করে। এনসিপি এই দাবির প্রতি সমর্থন জানিয়ে ভবিষ্যতেও গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় থাকবে বলে জানায়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর