জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম ঘোষণা দিয়েছেন যে, আওয়ামীলীগকে বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ না করা পর্যন্ত লড়াইয়ের দ্বিতীয় অধ্যায় শুরু হবে।
নিজে বলেন, “গণহত্যাকারী আওয়ামীলীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে।”
শুক্রবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত পোস্টে এই ঘোষণা করা হয়।
গত রাতে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুকে “দেশের রাজনীতিতে আওয়ামীলীগকে ফেরানোর পরিকল্পনা চলছে” বলে প্রকাশিত পোস্টের পর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক দলের নেতাদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মন্তব্য প্রদান করছেন।
আজ জুমার পর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কার্যক্রম পরিচালিত হয়েছে, এবং রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ নামক একটি সংগঠনের নেতাকর্মীরা এই দাবিতে অবরোধের আয়োজন করেছেন।
এসআর
মন্তব্য করুন: