বরিশাল ক্লাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক মতবিনিময় সভার পর এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতেই বিক্ষুব্ধরা তাকে ঘিরে শ্লোগান দেয় এবং তার গাড়ি আটকে রাখে।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় ৩০-৪০ মিনিট ধরে চলা এই উত্তেজনার একপর্যায়ে নাহিদ ইসলাম সভাস্থল ত্যাগের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে এনসিপির স্থানীয় নেতারা নাহিদ ইসলামকে নিরাপদে গাড়িতে তুলে ঢাকার উদ্দেশ্যে রওনা করিয়ে দেন। এ বিষয়ে এনসিপির কর্মীরা দাবি করেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ‘উগ্রপন্থীদের’ অনুপ্রবেশ ঘটিয়ে তাদের কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।
জানা গেছে, নাহিদ ইসলাম বৃহস্পতিবার পটুয়াখালীর দুমকিতে এক নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আয়োজিত কর্মসূচিতে যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তিনি বরিশালের এই মতবিনিময় সভায় অংশ নেন।
সভা চলাকালীন শিক্ষার্থীদের একটি গ্রুপ নাহিদ ইসলামের সঙ্গে আলাদাভাবে আলোচনা ও বৈঠকের দাবি তোলে। কর্মসূচি শেষে নাহিদ ইসলাম স্থান ত্যাগের চেষ্টা করলে তারা তাকে ঘিরে ধরে এবং পুনরায় সভাকক্ষে নিয়ে যায়।
একপর্যায়ে মিলনায়তনে বৈষম্যবিরোধী আন্দোলনের দুটি পক্ষের মধ্যে বিতর্ক তীব্র হয়ে ওঠে এবং তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়।
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, আরিফুর রহমান আদীব এবং ডা. মাহমুদ আলম মিতুসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: