[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে দেশ সঠিক পথে থাকবে: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৫ ১:২১ এএম

ফাইল ছবি

দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি, এবং সেই নির্বাচন ডিসেম্বরের মধ্যে হলে দেশ সঠিক পথে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, "সবার ধারণা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে আমরা সঠিক পথে থাকব। এর পর নির্বাচন হলে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। ইতোমধ্যে অনেকে বলেছেন, ডিসেম্বরও অনেক দেরি। তবে বেশিরভাগ মানুষই মনে করেন, এটি 'কাট-অফ টাইম'।"

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে বিএনপির অবস্থান স্পষ্ট করে আমীর খসরু বলেন, "জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আমরা ১৭ বছর সংগ্রাম করেছি। এটি পুনরুদ্ধারের একমাত্র মাধ্যম একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।"

তিনি আরও বলেন, নির্বাচন কবে হবে তা নিয়ে দেশ-বিদেশে আলোচনা চলছে। বর্তমানে দেশে একটি সরকার থাকলেও প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। জনগণের সমর্থিত একটি সরকার ছাড়া প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে স্থিতিশীলতা রক্ষা সম্ভব নয়।

বৈঠকে আলোচনার প্রসঙ্গে বিএনপির এই নেতা জানান, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক অবস্থা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে, নির্বাচনী সংস্কার ও কমিশনের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, "সংস্কারের যেসব বিষয়ে ঐকমত্য হবে, সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব। আর যেসব বিষয়ে ভিন্নমত থাকবে, সেগুলো নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে উপস্থাপন করা হবে। জনগণের মতামতের ভিত্তিতে সংসদে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।"

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর