রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জনতার দল’।
সাবেক সামরিক কর্মকর্তা, সরকারি আমলা, এনজিও কর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত এ দলটি ‘ইনসাফ জিন্দাবাদ’ স্লোগানকে প্রতিপাদ্য করেছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালকে দলটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। এরপর জুলাই-আগস্টের অভ্যুত্থানে আহতদের পরিচয় তুলে ধরা হয় এবং তাদের সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এনজিও প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক মন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, সাবেক রাজনীতিবিদ আজম খান, মেজর জেনারেল (অব.) ফজল ইবনে শারেখুজ্জামান, লেফটেন্যান্ট জেনারেল (অব.) সাব্বির আহমেদ, মেজর জেনারেল (অব.) ইসমাইল ফারুক চৌধুরী এবং সাবেক ছাত্রনেতা মাস্তুক হাসান জয়।
দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামাল বলেন, "আমাদের রাজনৈতিক দর্শন হলো দেশপ্রেম ও নিষ্ঠা। আমরা সৎ, সাহসী ও শিক্ষিত নাগরিকদের নিয়ে এগিয়ে যেতে চাই। আমাদের সংখ্যা কম হলেও আমরা আদর্শের পথে অবিচল থাকব।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অতীত ইতিহাস আমরা দেখেছি। আমরা প্রচলিত ধারার বাইরে থেকে জনগণের স্বার্থে কাজ করতে চাই। তাই আমাদের দলীয় অর্থব্যবস্থা স্বচ্ছ রাখা হবে এবং সবার জন্য উন্মুক্ত থাকবে।"
দলটি ভবিষ্যতে কী ধরনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, সে সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানান দলটির নেতৃবৃন্দ।
এসআর
মন্তব্য করুন: