ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১৯ মার্চ) বেলা ১১টায় কাঁঠালিয়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
সংবাদ সম্মেলনে ছিদ্দিকুর রহমান বলেন, ২০১৭ সালে তিনি উত্তর তালগাছিয়া নেছারিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পরে ২০১৯ সালে মাদরাসার উন্নয়নের লক্ষ্যে কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক পদে যোগ দেন।
তবে বর্তমানে তিনি ছারছিনা দরবারের মতাদর্শ অনুসরণ করছেন, যেখানে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকা নিষিদ্ধ। তাই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, "দলে থাকার সময় আমি কখনো কোনো অন্যায় বা ব্যক্তিস্বার্থে কাজ করিনি।
আজ আমি সম্পূর্ণ স্বজ্ঞানে ও স্বেচ্ছায় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি। ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যুক্ত হব না।"
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: