[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

বিএনপি আবু তালেব, আ.লীগ আবু জাহেলের ভূমিকায়’: মাওলানা মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৫ ১:১৪ এএম
আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১:১৬ এএম

ফাইল ছবি

বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামিক শক্তির সহযোগিতার মাধ্যমেই দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব বলে মন্তব্য করেছেন মাওলানা মামুনুল হক।

মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, আওয়ামী লীগ ও বিএনপি কোনো ইসলামিক রাজনৈতিক সংগঠন নয়, তবে এই দুই দলের মধ্যে ঐতিহাসিক পার্থক্য রয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, "বিএনপি ও আওয়ামী লীগ কেউই ইসলামি রাজনীতি করে না, বরং তাদের রাজনৈতিক দর্শন ভিন্ন। ঠিক যেমন আবু জাহেল এবং আবু তালেব—কেউই ইসলামের অনুসারী ছিলেন না।

কিন্তু যদি কেউ এই দুজনকে এক পাল্লায় মাপে, তাহলে সে সবচেয়ে বড় জাহেল।”

অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন।

খালেদা জিয়া শিক্ষার্থীদের মেধার বিকাশে বিভিন্ন সুযোগ সৃষ্টি করেছিলেন, যার মধ্যে বিদেশ সফর ও জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের সুযোগ অন্তর্ভুক্ত ছিল।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী বলেন, "ছাত্রলীগের রাজনীতি সমাজকে কলুষিত করেছিল এবং আমাদের সংস্কৃতির অবক্ষয়ের জন্য দায়ী ছিল। ৫ তারিখের পর থেকে জাতীয় রাজনীতিতে পরিবর্তন এসেছে।”

বিএনপির আরেক যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান বলেন, "ছাত্রদল মেধাবীদের সংগঠন। আজকের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও ধর্মীয় অনুশীলনের পরিচয় পাওয়া গেছে। ছাত্রদল যেন এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখে।”

দলটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন বলেন, "এই আয়োজনে ছাত্রদলকে অনুপ্রাণিত করেছেন তারেক রহমান। এই ক্যাম্পাসে প্রথমবারের মতো এমন আয়োজন হয়েছে। এর আগে সরকার এ ধরনের আয়োজনের অনুমতি দেয়নি।”

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, "মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। আমরা আশা করি, ভবিষ্যতে জনগণের ভোটে নির্বাচিত সরকার মাদ্রাসা শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ নজর দেবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর