[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ঢাবি থেকে বহিষ্কার ছাত্রলীগের সাদ্দাম ও ইনান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫ ৫:২৫ পিএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে বহিষ্কার করেছে।

একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, সাময়িক বহিষ্কার হওয়া ১২৮ জনের তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী, আর মাজহারুল কবির শয়ন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

প্রসঙ্গত, গত বছরের ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে, যা পরবর্তীতে বৃহত্তর গণআন্দোলনে রূপ নেয়।

পরিস্থিতির জেরে ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর