বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মিছিলকারীরা ‘শুভ শুভ শুভ দিন, বঙ্গবন্ধুর জন্মদিন’, ‘কে বলে রে মুজিব নাই, মুজিব সারা বাংলায়’, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন।
অল্প সময়ের মধ্যেই মিছিল শেষ করে নেতাকর্মীরা ছড়িয়ে পড়েন।
মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতির কারণে তারা ঝটিকা মিছিল করতে বাধ্য হয়েছেন।
তাদের দাবি, দেশব্যাপী আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং দমন-পীড়ন চালানো হচ্ছে। তবে তারা আশাবাদী, দ্রুত সময়ের মধ্যেই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হবে।
এসআর
মন্তব্য করুন: