[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

ফ্যাসিবাদী শক্তির উত্থানের শঙ্কা, দ্রুত নির্বাচনের আহ্বান মির্জা ফখরুলের


প্রকাশিত: ১৬ মার্চ ২০২৫ ৮:৪১ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে স্থিতিশীলতা বজায় রাখতে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা প্রয়োজন।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, "নির্বাচন যত দেরি হবে, ততই ফ্যাসিবাদী শক্তি সক্রিয় হয়ে উঠবে এবং উগ্র ও জঙ্গি গোষ্ঠীগুলো এই সুযোগ নিতে চেষ্টা করবে।"

রোববার (১৬ মার্চ) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি সংস্কার কার্যক্রমে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, "আমরা ৩১ দফা সংস্কার প্রস্তাব আগেই দিয়েছি, যখন এ বিষয়ে কেউ তেমন আলোচনা করেনি। বর্তমান যে সংস্কারের প্রস্তাব আসছে, তার সঙ্গে আমাদের প্রস্তাবের খুব বেশি পার্থক্য নেই।"

দেশে ক্রমবর্ধমান সহিংসতা ও সামাজিক অস্থিরতার বিষয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, "প্রতিদিনের খবর খুললেই দেখা যায় হত্যা, খুন, ধর্ষণের মতো ঘটনা বেড়ে যাচ্ছে, যা আমাদের পীড়িত করছে।

তরুণ প্রজন্মের মধ্যে অসহিষ্ণুতা বাড়ছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাও বিভিন্ন দাবিতে আন্দোলনে নামছে। এ অবস্থায় সবাইকে ধৈর্য ধরতে হবে।"

দ্রুত নির্বাচন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "আমরা আন্তরিকভাবে চাই অন্তর্বর্তী সরকারের প্রধান ড. ইউনূস স্বল্প সময়ে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে জাতীয় নির্বাচন আয়োজন করুন। যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে যাবেন, তত দ্রুত দেশ পরিচালনা ও কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব হবে।"

ইফতার মাহফিলে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলমসহ আরও অনেকে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর