যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু
জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে এবং পরদিন বুধবার দেশের সব উপজেলা ও পৌরশাখায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (২৯ এপ্রিল) যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না এ কর্মসূচি ঘোষণা করেন।
টুকুর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় এদিন বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে যুবদল। এরপর সংক্ষিপ্ত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
এর আগে দুপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে ফখরুল বলেন, যুবদলের প্রাণপুরুষ সুলতান সালাউদ্দিন টুকুর আন্দোলনের বিভিন্ন কৌশল দেখে স্বৈরাচারী সরকার ভয় পেয়ে তাকে রুখতে বিভিন্ন কূটকৌশলে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা কল্পিত গায়েবি মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: