protidinerbangla22@gmail.com বুধবার, ৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১

গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কারের আহ্বান নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫ ৭:১২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ গঠনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৫ মার্চ) জাতিসংঘ মহাসচিব অান্তোনিও গুতেরেসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক সংস্কারের প্রয়োজনীয়তা

নাহিদ ইসলাম জানান, বৈঠকে ৫ আগস্ট-পরবর্তী গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সংস্কার কমিশনের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন এবং রাজনৈতিক দলগুলোর ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, "গণ-অভ্যুত্থানের পরবর্তী সময়ে গঠিত সরকারের অধীনে মৌলিক বিচার ও প্রশাসনিক সংস্কার জরুরি। এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রয়োজন।"

সংবিধান সংস্কারের রূপরেখা

সংবিধান সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, "গণপরিষদের মাধ্যমেই সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায়, পার্লামেন্টে গৃহীত পরিবর্তনগুলো টেকসই হবে না।"

জাতিসংঘ মহাসচিবও রাজনৈতিক দলগুলোকে সংলাপ ও সমঝোতার মাধ্যমে সংস্কারের পথ নির্ধারণের পরামর্শ দিয়েছেন

নির্বাচন ও সংস্কারের সম্পর্ক

নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, "আমরা নির্বাচনকে গণতান্ত্রিক সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখি। কিন্তু কার্যকর সংস্কার ছাড়া কোনো নির্বাচনই ফলপ্রসূ হবে না।"

তিনি আরও বলেন, "বড় রাজনৈতিক দলগুলো সংস্কারের প্রয়োজনীয়তায় একমত। তবে মতপার্থক্য রয়েছে সংস্কারের সময় ও পদ্ধতি নিয়ে। আমাদের বিশ্বাস, জুলাই সনদ বাস্তবায়িত হলে এই মতপার্থক্য দূর হবে।"

জাতিসংঘের ভূমিকা

বিচার প্রক্রিয়ায় জাতিসংঘের সহযোগিতা চাওয়া হয়েছে কিনা—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, "আমরা জাতিসংঘের সহযোগিতা চেয়েছি এবং তাদের ধন্যবাদ জানিয়েছি।"

এই সংলাপ ও আলোচনা গণতান্ত্রিক সংস্কারের পথে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর