[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

স্বাধীনতার পরে প্রথমবার গোপালগঞ্জে যুবদলের কার্যালয় উদ্বোধন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৫ ৪:২৪ এএম

ফাইল ছবি

১৯৭১ সালের পরে এই প্রথম গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয়তাবাদী যুবদলের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) রাতে মুকসুদপুর বনগ্রাম বাজারে জাতীয়তাবাদী যুবদলের আঞ্চলিক কার্যালয় শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. আসাদ শিকদারের সভাপতিত্বে উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তারেকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মিন্টু।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মো. সেলিম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মাহফুজুর রহমান আজাদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সাঈদ খান, মহিলা সম্পাদক ফারজানা মাহবুব, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আবদুল কাইয়ুম মুন্সি, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান রইন, সাধারণ সম্পাদক মো. জুবায়ের মাতুব্বর, পৌর ছাত্রদলের সভাপতি মো. আশিক মুন্সি, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান অন্তর বিশ্বাস, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের সভাপতি মো. মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মো. মহাসিন মোল্যাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর