রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে সবাইকে ‘শাহবাগী’ বলে দাগিয়ে দেওয়া বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক দীর্ঘ পোস্টে তিনি এ বিষয়ে মত প্রকাশ করেন।
পোস্টে মাহফুজ আলম লেখেন, “জামায়াত অতীতে যুদ্ধাপরাধের সহযোগী ছিল, তবে নতুন প্রজন্মের অধিকাংশ সদস্য পাকিস্তানপন্থি নন। তাই স্বাধীনতাবিরোধী ট্যাগ দিয়ে তাদের রাজনৈতিক অধিকার খর্ব করা সঠিক হবে না। রাজনৈতিক ও আদর্শিক লড়াইয়ের মাধ্যমেই তাদের মোকাবিলা করতে হবে।”
তিনি বলেন, “শাহবাগ আন্দোলনে অংশ নেওয়া অনেক তরুণ তখন আবেগপ্রবণ হয়ে মাঠে নেমেছিল, যারা পরবর্তীতে তাদের অবস্থান পুনর্বিবেচনা করেছেন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত হয়েছেন।
এদের সবাইকে ‘শাহবাগী’ বলে আক্রমণ করা বিভাজন তৈরি করবে।”
তথ্য উপদেষ্টা আরও যোগ করেন, “অতীতের শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও যারা এখন গণতন্ত্র ও মানবাধিকারের জন্য লড়ছেন, তাদের সহযোদ্ধা হিসেবেই দেখতে হবে।
তবে যারা এখনও মুজিববাদ, ভারতপন্থা ও স্বৈরতন্ত্রকে ধারণ করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া উচিত। এরা অতীতে গুম ও দমননীতিকে বৈধতা দিয়েছে, এখনো গণতন্ত্রের শত্রু হিসেবে কাজ করছে।”
তিনি বলেন, “অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও সংলাপের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে গণ-অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে বোঝাপড়া ও ঐক্য গড়ে তুলতে হবে।
এসআর
মন্তব্য করুন: