[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বিএনপির ভাইস চেয়ারম্যান হলেন নার্গিস, উপদেষ্টা ইয়াসিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৫ ১২:৪৭ এএম

ফাইল ছবি

বিএনপির জাতীয় নির্বাহী কমিটিতে নতুন দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

যশোর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান এবং দলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নার্গিস বেগমকে ভাইস চেয়ারম্যান এবং আমিনুর রশীদ ইয়াসিনকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর