গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারের বিরুদ্ধে ফ্যাসিবাদী ভূমিকার অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মধ্যরাতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করেছেন।
তারা লাকি আক্তারসহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন।
বুধবার (১২ মার্চ) রাত সোয়া ১টায় হল এলাকা থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য হয়ে শাহবাগে অবস্থান নেন। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের নেতৃত্বে শিক্ষার্থীরা মিছিল বের করেন। কর্মসূচিতে তারা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি তোলেন, ‘বিচারহীনতার সংস্কৃতি তৈরির জন্য’ দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
শিক্ষার্থীদের একাংশ অভিযোগ করেন, ২০১৩ সালে গণজাগরণ মঞ্চের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমান পরিস্থিতিতে একই ধরণের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হচ্ছে।
বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা দরকার। তারা হুঁশিয়ারি দেন, লাকি আক্তারকে গ্রেপ্তার না করা হলে তারা আবার রাজপথে নামবেন।
শিক্ষার্থীদের দাবি, ‘বাংলাদেশে আর কোনো অস্থিরতা সৃষ্টি হোক, তা আমরা চাই না। আমরা সুষ্ঠু ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করি।’
এসআর
মন্তব্য করুন: