[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

উপদেষ্টা মাহফুজের মন্তব্য মিথ্যা, ভিত্তিহীন : ঢাবি শিবির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫ ২:২৭ এএম

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক মন্তব্যকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ প্রতিবাদ জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি মাহফুজ আলম তার এক ফেসবুক পোস্টে ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে ‘উগ্রবাদী মবস্টারদের’ উত্থানের জন্য দায়ী করেন।

এ মন্তব্যের জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির তীব্র প্রতিক্রিয়া জানায়।

শাখার সভাপতি এস এম ফরহাদ ও সেক্রেটারি মহিউদ্দীন খান এক যৌথ বিবৃতিতে বলেন, ‘একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। আমরা এমন মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই।’

তারা আরও বলেন, ‘নির্দিষ্ট একটি ছাত্রসংগঠনকে টার্গেট করে এমন মন্তব্য রাজনৈতিক বিভাজনকে উসকে দিতে পারে। এটি ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সরকারের সঙ্গে সহনশীল সম্পর্কের ক্ষতি করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির আশা করে, মাহফুজ আলম তার মন্তব্য প্রত্যাহার করবেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীল আচরণ করবেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর