[email protected] রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শামীম ওসমানকে প্রধান আসামি করে হত্যাচেষ্টা মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫ ১০:৫৭ পিএম

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

মামলায় তার ছেলে অয়ন ওসমান, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ মোট ৪২ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া, মামলায় আরও ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১১ মার্চ) আদালতের আদেশ অনুযায়ী সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বাদি সুনামগঞ্জের পার্বতীপুরের আফতাব মিয়ার ছেলে লিটন মিয়া। তিনি গত ৬ মার্চ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন।

শুনানি শেষে ৯ মার্চ আদালত সিদ্ধিরগঞ্জ থানাকে মামলাটি রুজু করার নির্দেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

অভিযোগে বলা হয়, আন্দোলনে অংশ নেওয়া মিজান নামের এক শিক্ষার্থীকে গুলি করা হয়, যাতে তিনি বাম পায়ে গুলিবিদ্ধ হন।

মামলায় উল্লেখ করা হয়েছে, আসামিরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর