[email protected] সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১

আমরাই নির্বাচনের ব্যবস্থা করে দেব: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ১১:৫০ পিএম

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোর উচিত বিচার ও সংস্কারের বিষয়ে একমত হওয়া এবং অযথা বিলম্ব না করা।

তিনি বলেন, “যদি সবাই বিচার ও সংস্কারের পক্ষে ঐক্যমত প্রকাশ করেন, তবে আমরা নির্বাচন আয়োজনের ব্যবস্থা করব।”

সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের সম্মানে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এনসিপির এই আহ্বায়ক বলেন, আমরা প্রধান উপদেষ্টাসহ যেসব উপদেষ্টাকে সরকারের ক্ষমতায় বসিয়েছি তাদের কাছে কড়ায় গন্ডায় জবাব নেব। আমাদের সংস্কার কতটা আদায় হলো।

রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এতই তাড়াহুড়া করে তাহলে ভোট চাইতে গেলে কিন্তু তাদের জবাব দিতে হবে। বাংলাদেশে যে ঐকমত্য সৃষ্টি হয়েছে সেটাকে আমরা ধরে রাখতে চাই।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর