[email protected] শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

নেত্রীদের ওপর বিএনপির হামলা, জামায়াত আমিরের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ৮:৫৫ পিএম

ফাইল ছবি

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই হামলার নিন্দা জানিয়ে বলেন, "নারীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

যারা এই কাজ করেছে, তারা সভ্য সমাজের শত্রু।"

তিনি আরও বলেন, "নারীদের সম্মান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের ঘটনার যথাযথ বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

উল্লেখ্য, ঝিনাইদহের মহেশপুরে সম্প্রতি এই হামলার ঘটনা ঘটে, যা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর