বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও যৌথ তদন্ত দল বিভিন্ন দেশে সম্পদের সন্ধান পেয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সোমবার (১০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
প্রেস সচিব বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান নিয়ে তদন্তে দেশ-বিদেশে বেশ কিছু সম্পদের তথ্য পাওয়া গেছে।
তিনি জানান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং ও ক্যারিবিয়ান অঞ্চলের কেম্যান আইল্যান্ডসে বিভিন্ন আর্থিক লেনদেনের সন্ধান পাওয়া গেছে।
পাশাপাশি মালয়েশিয়ার একটি ব্যাংকে ‘স্ল্যাশ ফান্ডের’ অস্তিত্বও খুঁজে পাওয়া গেছে বলে জানান তিনি।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ দশমিক ১৪ কোটি টাকা, রাজউকের তালিকাভুক্ত একাধিক জমি ও ফ্ল্যাটের তথ্য মিলেছে।
এছাড়া প্রতারণা ও জালিয়াতির অভিযোগে ছয়টি মামলার তদন্ত চলছে এবং পরিবারের কয়েকজন সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
প্রেস সচিব আরও জানান, বিএফআইইউ দুর্নীতি দমন কমিশনে দুটি গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে এবং ১১টি ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়েছে। এ সংক্রান্ত সব তথ্য দুদকের কাছে পাঠানো হয়েছে।
এসআর
মন্তব্য করুন: