[email protected] শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
২৮ চৈত্র ১৪৩১

নারী নির্যাতনের প্রতিবাদে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের মানববন্ধন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫ ১২:৪৪ এএম

লোগো

দেশব্যাপী নারী নির্যাতন, ধর্ষণ, অনলাইনে হয়রানি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজ সোমবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

রোববার (৯ মার্চ) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম এক বার্তায় এ তথ্য জানান।

বার্তায় উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন এবং সংগঠনের সব নেতাকর্মীদের উপস্থিত থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এদিকে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিএনপির মিডিয়া সেলের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর