[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদকে অব্যাহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ মার্চ ২০২৫ ২:৪৬ পিএম

নাহিদ হাসান খন্দকার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখপাত্র নাহিদ হাসান খন্দকারকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার রাতে সংগঠনের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মদ ইমতি ও সদস্য সচিব রহমত আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে অর্থসংক্রান্ত এক আলোচনায় যুক্ত হতে দেখা যায়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনের পক্ষ থেকে তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

পর্যালোচনা শেষে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে তাঁকে মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর