সভা-সেমিনারে আওয়ামী লীগ সম্পর্কে কঠোর মনোভাব প্রকাশ করলেও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ভিন্ন বক্তব্য দিয়েছেন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে।
বিশেষ করে ২০২০ সালের ১৭ মার্চ লেখা তার একটি কবিতা ‘প্রিয় বঙ্গবন্ধু’ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।
শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে লেখা এই কবিতাটি ফেসবুকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এতে প্রায় ১৬ হাজার কমেন্ট, ৯ হাজার শেয়ার এবং ৪৯ হাজারের বেশি লাইক ও হা হা রিঅ্যাক্ট জমা হয়েছে।
প্রিয় বঙ্গবন্ধু, আমার ভালোবাসা নিন।
আমি আপনাকে ভালোবাসি।
আপনাকে ভালোবাসতে হলে আওয়ামী লীগ হওয়ার প্রয়োজন নেই।
প্রয়োজন নেই লোভী হওয়ার কিংবা ভীত হওয়ার।
প্রয়োজন নেই মানুষকে দুঃখে রেখে আতশবাজি উল্লাসের,
কিংবা বাধ্যতামূলক বা চতুর বিনয়ের।
এই কবিতার পরপরই সামাজিক মাধ্যমে তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠে।
অনেকেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন মন্তব্য করেন, “যদি এটি তেলবাজির জন্য লেখা হয়, তাহলে ভয়ঙ্কর। আর যদি নিজের বিশ্বাস থেকে লেখা হয়, তাহলে আরও ভয়ঙ্কর।”
অপর একজন লেখেন, “আপনার এই দ্বৈত অবস্থান আমাদের বিভ্রান্ত করছে। আপনি কি সত্যিই নিরপেক্ষ?”
এছাড়া আরও অনেকে তার অতীত মন্তব্যের সঙ্গে কবিতার বিষয়বস্তুর অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ বলছেন, এটি তার রাজনৈতিক অবস্থানের পরিবর্তনের ইঙ্গিত, আবার কেউ এটিকে নিছক তেলবাজি বলে অভিহিত করেছেন।
কিছু মানুষ অবশ্য তার কবিতার প্রশংসাও করেছেন। তারা বলছেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানো মানেই দলীয় আনুগত্য প্রকাশ করা নয়। একজন মন্তব্য করেন, “তিনি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ নেতা, তার প্রতি সম্মান জানানো যেতেই পারে।
ড. আসিফ নজরুলের এই কবিতা তাকে নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। তার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে তিনি এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
এসআর
মন্তব্য করুন: