নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল থেকে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
গ্রেপ্তারকৃতদের মধ্যে অন্যতম একজন সংগঠক সাইফুল ইসলাম রয়েছেন।
পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলমের বরাত দিয়ে শনিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাম্প্রতিক কার্যক্রমের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয়েছে।
নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: