জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাবের সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, "বাপেরই জন্ম হলো না, সন্তানের জন্ম হবে কী করে?"
শুক্রবার (৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর সাহেববাজার ভুবনমোহন পার্কে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সেখানে ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান এবং আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
রিজভী বলেন, "নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া জরুরি। নির্বাচিত সরকার ছাড়া আইনগত সংস্কার সম্ভব নয়।" তিনি প্রশ্ন তোলেন, "নির্বাচন কমিশন যদি যথাযথভাবে কাজ করে, তাহলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, তবে এত বিলম্বের কারণ কী?"
তিনি আরও বলেন, "দীর্ঘ ১৫ বছর ধরে বর্তমান সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে রেখেছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না। এখন যদি আবারও গড়িমসি করা হয়, তাহলে জনগণের মনে সন্দেহ সৃষ্টি হবে।"
বিএনপির এই নেতা বলেন, "গণপরিষদ নির্বাচন তখনই হয় যখন একটি দেশ স্বাধীন হয় বা সংবিধান প্রণয়নের প্রয়োজন হয়।
বর্তমানে আমাদের সংবিধান রয়েছে, তাই গণপরিষদ নির্বাচনের প্রশ্নই আসে না। মূলত জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এসব প্রস্তাব আনা হচ্ছে।"
তিনি আরও বলেন, "সরকারের কিছু ঘনিষ্ঠ ব্যক্তি বলছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা কঠিন। কিন্তু ইতোমধ্যে কয়েক মাস পার হয়ে গেছে, আরও ৯-১০ মাস বাকি আছে। তাহলে এত সময় লাগবে কেন? জনগণ এর উত্তর চায়।
এসআর
মন্তব্য করুন: