রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর হিজবুত তাহরীরের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পল্টন ও বিজয়নগর এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফা কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করেছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর।
এসআর
মন্তব্য করুন: