নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেড এলাকায় ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ পুরাতন থানার সামনে শিরাইল-নারায়ণগঞ্জ আঞ্চলিক সড়কে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে আদমজী ইপিজেড এলাকায় ঝুট ব্যবসা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
সংঘর্ষে দুই পক্ষের প্রায় ৩০০ জন অংশ নেয়, যারা দেশীয় অস্ত্রসহ একে অপরের ওপর হামলা চালায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই সহিংসতায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এক পক্ষের দাবি, তাদের লোকজন ইউনিভার্সেল কারখানায় মালপত্র সরবরাহ করতে গেলে প্রতিপক্ষ তাদের বাধা দেয় এবং হামলা চালায়। অপর পক্ষের দাবি, তাদের নেতাদের ওপর হামলা চালানো হলে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, ঝুট ব্যবসা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত হস্তক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসআর
মন্তব্য করুন: