জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে আরও দুই নেতা পদত্যাগ করেছেন।
তারা হলেন যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের।
বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা।
হানিফ খান সজিব তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একইভাবে, আব্দুজ জাহেরও ব্যক্তিগত কারণ উল্লেখ করে তার পদ ছাড়েন।
এর আগে একই দিনে এনসিপির আরেক যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফও পদত্যাগ করেন।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পর গণ অধিকার পরিষদের অন্তত ২০ জন নেতাকর্মী এ দলে যোগ দিয়েছিলেন।
এসআর
মন্তব্য করুন: