[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

অস্থায়ী পুলিশ ক্যাম্পের ব্যানার দিয়ে পলকের বাড়ি সুরক্ষা, পরে অপসারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ মার্চ ২০২৫ ১২:২৬ এএম
আপডেট: ০৭ মার্চ ২০২৫ ১২:২৮ এএম

ফাইল ছবি

নাটোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে সিংড়া থানা পুলিশ সাময়িকভাবে ‘অস্থায়ী পুলিশ ক্যাম্প’ লেখা একটি ব্যানার টাঙায়।

পরে ওই ব্যানার সরিয়ে নেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িটি ভাঙচুরের আশঙ্কায় কৌশলগতভাবে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার (৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, দুই যুবক পলকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় ব্যানারটি টাঙাচ্ছেন। এতে লেখা ছিল—‘অস্থায়ী পুলিশ ক্যাম্প, সিংড়া থানা, নাটোর।’

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যার পর সিংড়া থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে ওই ব্যানার লাগানো হয়। পরে বিষয়টি জানাজানি হলে উৎসুক জনতা জড়ো হয়। বুধবার সকালে ব্যানারটি সরিয়ে ফেলা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, “ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের পর আমাদের কাছে তথ্য আসে যে, পলকের বাড়িও একই ধরনের হামলার শিকার হতে পারে। তাই কৌশলগতভাবে ব্যানারটি টাঙানো হয়েছিল।”

ব্যানার অপসারণের বিষয়ে তিনি বলেন, “আমরা শুধু বুঝিয়ে দিতে চেয়েছি যে, পুলিশ এখানে রয়েছে।”

রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মো. সারোয়ার জাহানও বিষয়টিকে কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার মধ্যে পলকের বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর