[email protected] সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

নতুন দলের এক নেতার পদ স্থগিত, শোকজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ৮:১২ পিএম

ফাইল ছবি

ভুল তথ্য ছড়িয়ে জনমনে উত্তেজনা সৃষ্টি করার অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় নেতা কাজী মাজহারুল ইসলামের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) সংগঠনটির সদস্যসচিব জাহিদ আহসানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংগঠনের কেন্দ্রীয় অর্গানোগ্রামের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সেখানে বলা হয়, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় সংগঠক কাজী মাজহারুল ইসলাম ভুল তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করেছেন।

এ কারণে তার সদস্যপদ স্থগিত করা হলো।

একই সঙ্গে এক কার্যদিবসের মধ্যে আহ্বায়কের কাছে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর