শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসায় ফেরার পরেও বিশ্রামে থাকলেও বিএনপির পক্ষ থেকে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত থাকার কথা রয়েছে মির্জা ফখরুলের। ইফতারটি আজ (বৃহস্পতিবার) গুলশানের ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হবে।
গত রোববার শারীরিক অসুস্থতা অনুভব করায় মির্জা ফখরুলকে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। দলীয় সূত্র জানায়, হাসপাতালে চিফ কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
তার রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল, যা শারীরিক দুর্বলতা সৃষ্টি করেছিল। পাশাপাশি, বুকে কফ জমে যাওয়ার কারণে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। বেশ কয়েকদিন চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বিএনপির মহাসচিব। দলীয় নেতাকর্মীরা তার স্বাস্থ্যের খোঁজখবর নিচ্ছেন এবং দ্রুত সুস্থতার কামনা করেছেন।
এসআর
মন্তব্য করুন: