রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় সংঘর্ষের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৫ মার্চ) গভীর রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, "সংঘর্ষের বিষয়ে দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছে। আমরা উভয়ের সঙ্গে কথা বলছি এবং ঘটনা তদন্ত করে দেখছি।"
ঘটনার কিছু ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও ধাক্কাধাক্কির দৃশ্য দেখা যায়।
এ বিষয়ে সারজিস আলম ও সংশ্লিষ্ট শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনার পর সারজিস আলম এক ফেসবুক পোস্টে জানান, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দিতে গিয়েছিলেন। পরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিস্থিতি জটিল আকার ধারণ করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: