[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সম্পদ বিক্রি করে দিচ্ছেন ওসমান পরিবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মার্চ ২০২৫ ৬:১১ এএম

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রাজনৈতিকভাবে প্রভাবশালী ওসমান পরিবার এক সময় প্রতিপত্তি ও শক্তির প্রতীক হিসেবে পরিচিত ছিল।

নারায়ণগঞ্জের রাজনৈতিকভাবে প্রভাবশালী ওসমান পরিবার এক সময় প্রতিপত্তি ও শক্তির প্রতীক হিসেবে পরিচিত ছিল

রাজনৈতিক ঐতিহ্য ও আভিজাত্যের পাশাপাশি নানা বিতর্ক ও সমালোচনাও ছিল তাদের সঙ্গী।

তবে সাম্প্রতিক ক্ষমতার পরিবর্তনের পর পরিবারের অবস্থান বদলে গেছে। একসময়ের প্রভাবশালী এই পরিবারের সদস্যরা এখন অন্তরালে।

তাদের রাজনৈতিক স্মৃতিবাহী ঐতিহাসিক বাড়িগুলো পড়ে আছে নীরব, অনেক সম্পদ বিক্রির খবরে সরগরম নারায়ণগঞ্জ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ওসমান পরিবারের সদস্য সেলিম ওসমানের দুটি বহুতল ভবন ইতোমধ্যে প্রায় অর্ধ কোটি টাকায় বিক্রি হয়ে গেছে। আরও সম্পদ বিক্রির গুঞ্জন ছড়িয়ে পড়েছে শহরজুড়ে। শামীম ওসমান ও হাটছেন তার ভাইয়ের পথে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একসময়ের দাপুটে পরিবার নিয়ে শহরজুড়ে চলছে নানান গুঞ্জন ও জল্পনা। কেউ সরাসরি কিছু বলতে না চাইলেও ফিসফাস চলছে সর্বত্র।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর