[email protected] শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

গুলশানের বাসায় তল্লাশির নামে লুটপাট, চালক দলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ৫:০৯ পিএম

ফাইল ছবি

গুলশানের একটি বাসায় তল্লাশির নামে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) রাতে ঘটনাটি ঘটে, যেখানে শতাধিক ব্যক্তি ওই বাসায় ঢুকে তছনছ করার চেষ্টা করে।

পুলিশ জানিয়েছে, বাসাটি তানভীর ইমামের নয়, এটি তার সাবেক শ্বশুর রহমানের বাড়ি, যেখানে তার সাবেক স্ত্রী বসবাস করছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর এই বাড়িতে অবৈধ সম্পদ থাকার গুজবে লোকজন হামলা চালায়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ৯৯৯-এ খবর পেয়ে রাত সাড়ে ১২টায় গুলশান থানার ওসি, ডিসি এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে আটক করে।

আটকরা হলেন শাকিল খন্দকার (২৪), তার বাবা জুয়েল খন্দকার (৪৮) এবং শাকিল আহমেদ (২৮)।

জুয়েল খন্দকার বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

গুলশান থানার তদন্ত কর্মকর্তা মোখলেসুর রহমান জানান, ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রেস উইং আরও জানায়, প্রাথমিক তদন্তে জানা গেছে, শাকিল আহমেদ একসময় ওই বাড়ির কেয়ারটেকার ছিলেন এবং তিনিই গুজব রটিয়ে জনতাকে উস্কে দেন যে বাসাটিতে ২০০-৩০০ কোটি টাকা পাওয়া যেতে পারে।

এদিকে, এর আগেও একই কারণে গত পরশু রাতে একদল লোক বাসায় প্রবেশের চেষ্টা করেছিল, তবে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়।

সূত্র মতে, তানভীর ইমামকে এই বাসা থেকেই গ্রেপ্তার করা হয়েছিল, তবে তিনি বর্তমানে দেশত্যাগ করেছেন বলে জানা গেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর