[email protected] রবিবার, ৬ এপ্রিল ২০২৫
২২ চৈত্র ১৪৩১

জুলহাসের বিমান উদ্ভাবনে মুগ্ধ তারেক রহমান, দিলেন সহযোগিতার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ৪:১৮ পিএম

মানিকগঞ্জের তরুণ উদ্ভাবক জুলহাস মোল্লার তৈরি বিমান আকাশে উড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এই প্রতিভাবান যুবকের উদ্ভাবনী দক্ষতায় মুগ্ধ হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

বুধবার (০৫ মার্চ) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভেরিফাইড পেজ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপি মিডিয়া সেলের সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাকে উৎসাহিত করতে কিছু আর্থিক সহায়তা প্রদান করেছেন।

এছাড়া, তাকে দেশের ভেতরে একটি ফ্লাইটে টিকিট দিয়ে বিমান ভ্রমণের সুযোগ দেওয়া হবে বলে জানান তিনি।

বিএনপি নেতারা জানান, আগামীতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জুলহাসের উদ্ভাবনী কাজে সরকারি প্রণোদনা ও সহায়তা প্রদান করবে বিএনপি। তারেক রহমানও জুলহাসের এই অধ্যবসায় ও সাফল্যের প্রশংসা করেছেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন, বিএনপি নেতা সত্যেন কান্ত পণ্ডিত ভোজন, রহমত লাবলু, সোহেল রানা, মিজানুর রহমান লিটনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে জুলহাস রহমান মোল্লা।

ছয় ভাইবোনের মধ্যে পঞ্চম জুলহাস অর্থনৈতিক সংকটের কারণে ২০১৪ সালে মাধ্যমিকের পর পড়াশোনা বন্ধ করতে বাধ্য হন।

তবে হাল না ছেড়ে, চার বছর ধরে কঠোর পরিশ্রম করে তিনি নিজেই ‘আলট্রা লাইট (আরসি)’ মডেলের বিমান তৈরি করে তাক লাগিয়ে দেন।

তার উদ্ভাবনী প্রচেষ্টা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর