[email protected] বুধবার, ৯ এপ্রিল ২০২৫
২৬ চৈত্র ১৪৩১

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ মার্চ ২০২৫ ২:৫৪ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, "শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই।"

বুধবার (৫ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিএসবিআর আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, "বিচারিক বিষয়ে আইনি প্রক্রিয়ার সঙ্গে সরকার পরিবর্তনের কোনো সম্পর্ক নেই।

যদি স্বাধীন বিচার ব্যবস্থায় বিশ্বাস রাখা হয়, তবে নির্বাচন নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা উচিত নয়।"

তিনি আরও বলেন, "শুধু শেখ হাসিনা নন, আওয়ামী লীগের অন্য অপরাধীদেরও বিচারের আওতায় আনতে হবে।

নির্বাচিত সরকারও শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অপরাধীদের বিচার করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর