গত বছরের ৫ আগস্ট ছাত্র -জনতার গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়েন এবং ভারতে আশ্রয় নেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সেই সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন শীর্ষ নেতাও দেশত্যাগ করেন। তবে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিকবার তার অবস্থান নিয়ে নানা তথ্য ছড়ালেও নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চালানো হলেও ওবায়দুল কাদেরের উপস্থিতি কোথাও মেলেনি। অনেকের ধারণা, তিনি গোপনে দেশ ছেড়েছেন এবং বর্তমানে ভারতে অবস্থান করছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ব্যবহৃত মোবাইল নম্বরের কললিস্ট ও ট্র্যাকিং লোকেশন সংক্রান্ত তথ্য ভাইরাল হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ভাইরাল হওয়া তথ্যে দেখা যায়, ৫ আগস্ট দুপুর ২টা ৪২ মিনিটে তার মোবাইল ফোনের সর্বশেষ ট্র্যাক লোকেশন রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোড ৪৭(২/৬) এলাকায় ছিল।
তালিকায় আরও দেখা গেছে, তিনি সাধারণত খুব বেশি ফোন ব্যবহার করতেন না।
দলীয় কার্যালয় ও নিজ বাসার বাইরে তার ফোনের লোকেশন খুব কমই পাওয়া গেছে। তবে বর্তমান সময়ে তিনি দেশে আছেন নাকি বিদেশে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: