ঢাকা: গভীর রাতে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় একদল ব্যক্তি তল্লাশি চালিয়েছে।
ঢাকা: গভীর রাতে শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, প্রয়াত এইচ টি ইমামের ছেলে ও সিরাজগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের গুলশানের বাসায় একদল ব্যক্তি তল্লাশি চালিয়েছে
মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টার দিকে গুলশান-২ নম্বরে শাহাবুদ্দিন আহমদ পার্কের পাশের ওই বাসায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত সাড়ে ১১টার দিকে শতাধিক ব্যক্তি গুলশান-২ নম্বর এলাকায় জড়ো হন। পরবর্তীতে তারা তানভীর ইমামের বাসার সামনে যান।
সেখানে প্রবেশের সময় নিরাপত্তা কর্মীদের বাধার মুখে পড়লেও, এক পর্যায়ে তারা বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং প্রায় আধা ঘণ্টা ধরে তল্লাশি চালান।
পরে রাত সাড়ে ১২টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্থান ত্যাগ করেন।
এ বিষয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও সাংবাদিকদের কোনো বক্তব্য না দিয়ে চলে যায়। ঘটনার বিস্তারিত বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
এসআর
মন্তব্য করুন: