পবিত্র মাহে রমজানে মাসব্যাপী গণইফতার আয়োজনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ ও এবি পার্টি (আমার বাংলাদেশ পার্টি)।
শনিবার (১ মার্চ) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির এক ফেসবুক পোস্টে জানান, রমজান মাসে ঢাকার বিভিন্ন স্পটে উন্মুক্ত স্থানে গণইফতার আয়োজন করা হবে। বিশেষ করে, জুলাই মাসে সংঘটিত সংঘর্ষপ্রবণ এলাকাগুলোতে এই আয়োজন হবে।
পোস্টে উল্লেখ করা হয়— শাহবাগ, রামপুরা, মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর ও যাত্রাবাড়ীর মতো এলাকায় ইনকিলাব মঞ্চ গণইফতারের ব্যবস্থা করবে। স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এছাড়া, আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মিলিত হয়ে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
অপরদিকে, এবি পার্টি-আমার বাংলাদেশ পার্টি প্রতিদিন কয়েক হাজার ছিন্নমূল ও অসহায় মানুষের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর ইফতার বিতরণের ঘোষণা দিয়েছে।
শনিবার (১ মার্চ) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, “আমরা প্রতি বছরের মতো এবারও বিজয়-৭১ চত্বরে প্রতিদিন বিকাল ৫টায় গণইফতার আয়োজন করবো, যাতে অসহায় ও দুস্থ মানুষ অংশ নিতে পারেন।”
তিনি রমজান মাসে কৃত্রিম দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যানজট সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো দলের সরকার নয়, তাদের অধীনে কোনো সিন্ডিকেট থাকার কথা নয়। তাহলে কেন এবারও মানুষ রমজানে শঙ্কামুক্ত হতে পারবে না?”
মঞ্জু সরকারকে রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বিশেষভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ সহায়তায় যোগাযোগ ব্যবস্থার উন্নতির দাবি জানান, যাতে রমজানে মানুষের ভোগান্তি কমানো যায়।
এসআর
মন্তব্য করুন: