[email protected] শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ, গণপরিষদ নির্বাচনের দাবি আখতার হোসেনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ৯:৩৩ পিএম

ফাইল  ছবি

দলটির নাম ঘোষণা করেন শহীদ মো. ইসমাইল হাসান রাব্বির বোন মিম আক্তার।

দলের আত্মপ্রকাশের পরই সংবিধান সংস্কারের লক্ষ্যে গণপরিষদ নির্বাচনের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন,

"বাংলাদেশের তরুণ সমাজ যে মহান দায়িত্ব কাঁধে নিয়েছে, মহান রাব্বুল আলামিন যেন আমাদের সেই দায়িত্ব পালনের তৌফিক দেন। আমরা স্বপ্ন দেখি, আগামী বাংলাদেশ নতুন এক সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে। সেই স্বপ্ন নিয়েই আমরা গণপরিষদ নির্বাচনের দাবি জানাচ্ছি।"

বিকেল সোয়া ৪টার দিকে শুরু হওয়া এ সমাবেশে প্রথমেই পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়, এরপর গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। সব ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আয়োজন করা হয়। পরে জাতীয় সংগীত পরিবেশন ও জুলাই-আগস্টে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় নিজ নিজ ধর্মমতে তাদের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়।

এরপর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্র পাঠ করেন।

দলের আত্মপ্রকাশ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে হাজির হন। পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। মুহূর্মুহু স্লোগানে প্রকম্পিত হয় মানিক মিয়া অ্যাভিনিউ, কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে সমাবেশস্থল।

নতুন এই দলের আত্মপ্রকাশের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে তরুণদের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর